ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস, দামে খুশি জেলেরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৪, ২০ নভেম্বর ২০২৪
পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস, দামে খুশি জেলেরা

পদ্মায় ধরা পড়া পাঙ্গাস আড়তে ভালো দামে বিক্রি হচ্ছে

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জ-শরীয়তপুর জেলার পদ্মানদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও পাঙ্গাস মাছ পাচ্ছেন জেলেরা। সেই পাঙ্গাস বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি তারা।

মুন্সীগঞ্জের মাওয়া, হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে ১৫ কেজি ওজনের পাঙ্গাস বিক্রি করছেন জেলেরা। ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দামে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়তদাররা।

বুধবার (২০ নভেম্বর) সকালে বিভিন্ন মাছের আড়তে গিয়ে এ সব দৃশ্য চোখে পড়ে। হাসান ছৈয়াল নামের এক জেলে জানান, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞার অভিযান শেষে নদীতে মাছ ধরতে যান। এ সময় ইলিশ পাওয়ার সম্ভাবনা থাকলেও না পেয়ে বড় বড় পাঙ্গাস মিলছে। আড়তে ভালো দাম পাওয়ায় জেলেরা খুশি।

আরো পড়ুন:

টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্য আড়তের আড়তদার বাবু হাওলাদার বলেন, ‘‘প্রতি বছর এ সময় জেলেরা বড় বড় পাঙ্গাস পেয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে এক ক্ষেপে ৮০টা পাঙ্গাস পেয়েছিলেন। এ বছর এখনও পর্যন্ত ২৫০টা পাঙ্গাস পাওয়ার কথা শুনেছি। এ পাঙ্গাশ প্রতি কেজি ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।’’  

টঙ্গীবাড়ী থেকে পাঙ্গাস কিনতে আসা গনেশ রায় জানান, ৯৫০ টাকা কেজি দরে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ কিনেছেন। নদীর পাঙ্গাস মাছ খেতে সুস্বাদু, তাই ভোরে আড়তে এসেছেন পাঙ্গাস কিনতে। পছন্দমত কিনে নিয়েছেন।

রতন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়