ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

লক্ষ্মীপুরে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২০ নভেম্বর ২০২৪  
লক্ষ্মীপুরে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা লুট

আহত মো. কালাম হোসেন

গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুরে মো. কালাম হোসেন (৩৬) নামে যুবককে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রকি চৌধুরী পালাতক রয়েছেন। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খন্দকারপুর গ্রামে ঘটনাটি ঘটে।

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন কামাল হোসেন জানান, তার বাবা মনা ব্যাপারী গরু ব্যবসায়ী। আজ কামাল হোসেন একটি গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রকি চৌধুরী তার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেন। বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তার বাম হাত-পা ও পিঠে ছুরিকাঘাত করেন। 

আরো পড়ুন:

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, ‌“আহত ব্যক্তির হাত-পা ও পিঠে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আহত কামালকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “একটি রক্তাক্ত ছবি পেয়েছি। আহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। বিস্তারিত জেনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/জাহাঙ্গীর/পুলিশ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়