ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু 

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৪, ২০ নভেম্বর ২০২৪
স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু 

লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়

ঢাকার ধামরাইয়ে একটি লাশবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ফরিদুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

ফরিদুল গাড়িতে করে তার স্ত্রীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানিকগঞ্জে নিচ্ছিলেন। তিনি পাবনার রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। ওই গাড়িতে থাকা ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ফরিদুলের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাব্বির/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়