ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পার্বত্য আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে সমাবেশ 

রাঙামাটি সংবাদাদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২০ নভেম্বর ২০২৪  
পার্বত্য আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে সমাবেশ 

রাঙামাটি সদর উপজেলার বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় ফটকে বুধবার ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ব্যানারে সমাবেশ হয়

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে ‌‘নির্দলীয়, সৎ ও যোগ্য ব্যক্তিদের’ নিয়োগের দাবিতে সমাবেশ করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাঙামাটি সদর উপজেলার বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় ফটকে এই সমাবেশ করেন তারা। এর আগে উপজেলার কুতুকছড়ি নির্বাণপুর বনবিহার গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন:

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের উপদেষ্টা কমিটির নতুন জয় কার্বারির সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম-সম্পাদক শ্যামল কার্বারির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র চাকমা ও অর্থ সম্পাদক হরি কুমার কার্বারি।

অনিল চন্দ্র চাকমা বলেন, “হাসিনার পতনের আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ অত্যন্ত আশা নিয়ে অংশগ্রহণ করেন। তবে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিটিতে পাহাড়-সমতলের সংখ্যালঘু জাতি থেকে একজন প্রতিনিধি রাখার আহ্বান জানিয়েছিলাম। সরকার সেই দাবি আমলে নেয়নি।”

তিনি আরো বলেন, “সরকার বিচার ব্যবস্থা ও সংবিধান সংস্কার থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের সংস্কার কার্য পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। তবে আঞ্চলিক পরিষদ গঠনের পর থেকে ২৫-২৬ বছর ধরে কোনো পরিবর্তন হয়নি। সরকারের সব প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হলেও আঞ্চলিক পরিষদে তা হয়নি। সন্তু লারমা অবৈধ ও অসাংবিধানিকভাবে আঞ্চলিক পরিষদের চেয়ারে রয়েছেন। আজ পর্যন্ত আঞ্চলিক পরিষদের যে কোটি কোটি টাকার বরাদ্দ তার কোনো হিসাব বা জবাবদিহিতা নেই। এ পরিষদের মাধ্যমে কোনো উন্নয়নমূলক কাজ হয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক আঞ্চলিক পরিষদ চাই।”

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়