ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

এস আলম গ্রুপকে ঋণ দেওয়া এফএসআইবির ২৩ ম্যানেজার প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৯, ২০ নভেম্বর ২০২৪
এস আলম গ্রুপকে ঋণ দেওয়া এফএসআইবির ২৩ ম্যানেজার প্রত্যাহার 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) চট্টগ্রাম অঞ্চলের ২৩ ম্যানেজারকে প্রত্যাহার করছে কর্তৃপক্ষ। এস আলম গ্রুপকে অনিয়মতান্ত্রিক ঋণ সুবিধা প্রদান, ডকুমেন্টেশন জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অডিট রিপোর্টের ভিত্তিতে এ শাখা ম্যানেজারদের প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এফএসআইবির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এফএসআইবি সুত্র জানায়, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল শাখায় বিশেষ পরিদর্শন শেষে অডিট রিপোর্টের ভিত্তিতে অন্তত ২৩টি শাখার ম্যানেজারকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

চট্টগ্রামের যে ২৩ শাখার ম্যানেজারকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শাখার ম্যানেজার মোশাররফ হোসেন চৌধুরী, আন্দরকিল্লা শাখার ম্যানেজার মোর্শেদুল আলম, খাতুনগঞ্জ শাখার ম্যানেজার মো. মোস্তফা, জুবলি রোড শাখার ম্যানেজার মো. আনোয়ারুল আলম, বন্দরটিলা শাখার ম্যানেজার মো. সাইফুদ্দিন, চকবাজার শাখার ম্যানেজার আবু হাসান মোস্তফা কামাল, কদমতলী শাখার ম্যানেজার এস এম কফিল উদ্দীন, পাঁচলাইশ শাখার ম্যানেজার মো. মাহাবুল আলম, প্রবর্তক মোড় শাখার ম্যানেজার মোহাম্মদ উল্লাহ, কুমিরা শাখা ম্যানেজার মো. ফজলুল হক, পাহাড়তলী শাখার ম্যানেজার সুলতানা নাজনীন চৌধুরী, সদরঘাট শাখার ম্যানেজার আবু ইউসুফ মো. হেলাল উদ্দীন, বহদ্দারহাট শাখার ম্যানেজার মো. উসমান, পটিয়া শাখার ম্যানেজার মো. বশির উল্ল্যাহ, পটিয়া মহিলা শাখার ম্যানেজার ফারাহ দিবা বানু, রাঙ্গুনিয়া দোভাষী বাজার শাখার ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, ফতেয়াবাদ শাখার ম্যানেজার মো. কামাল হোসেন, হালিশহর শাখার ম্যানেজার এস এম মোনসেফ আহমেদ, হাটহাজারী শাখার ম্যানেজার মো. আব্দুল মাবুদ, রাহাত্তারপুল শাখার ম্যানেজার মো. হারুনার রশিদ, চন্দনাইশ শাখার ম্যানেজার মো. মোর্শেদুল আলম চৌধুরী, মোহরা শাখার ম্যানেজার আরাফত উল্লাহ এবং বোয়ালখালী শাখার ম্যানেজার সেলিম উদ্দীন।

ঢাকা/রেজাউল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়