ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গোমস্তাপুরে খাস জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:০৪, ২০ নভেম্বর ২০২৪
গোমস্তাপুরে খাস জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার। 

নিহত আব্দুস সাত্তার বেগপুর এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার জগদিশপুর মৌজার খাস জমি দখলকে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও সাইদুর রহমান গ্রুপের লোকজন আজ দুপুরে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছয় জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথে আব্দুস সাত্তার মারা যান। অন্য পাঁচজন রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন। 

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, “দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি রফিকুল ইসলাম মাস্টার গ্রুপের লোক। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়