ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ২০ নভেম্বর ২০২৪  
বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হাসপাতালে চিকিৎসাধীন ফেরদৌস আহমেদ

গাজীপুরের শ্রীপুরে ব্যাংকে যাওয়ার সময় পথরোধ করে ফেরদৌস আহমেদ বাবুল (৫৫) নামে বিএনপি নেতাকে কুপিয়ে ও মারধর করে ৪ লাখেরও বেশি টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। 

বুধবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা-শ্রীপুর সড়কের পটকা এলাকায় ছিনতাই সংঘটিত হয়। 

ফেরদৌস আহমেদ বাবুল উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আরো পড়ুন:

ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিএনপির নেতাকে কুপিয়ে ও মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপি নেতা ফেরদৌস আহমেদ বলেন, ‘‘সকালে ৪ লাখ ১৩ হাজার টাকা নিয়ে শ্রীপুর শহরের ব্যাংকে জমা দিতে যাই। পথিমধ্যে পটকা গ্রামের সড়কপাড়া শফিকের মার্কেট পৌঁছামাত্র স্থানীয় সন্ত্রাসী ফারুকের নেতৃত্বে কয়েকজন আমার পথরোধ করেন। এরপর আমাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। ধারালো দা দিয়ে সজোরে কোপ দেন। আমি প্রতিরোধ করতে গেলে আমার হাতে দায়ের কোপ লাগলে মাটিতে লুটিয়ে পড়ি। এরপর তারা সব টাকা ছিনিয়ে নিয়ে চলে যান।’’

তিনি আরও বলেন, ‘‘আশপাশের লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’’

রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়