ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪০, ২১ নভেম্বর ২০২৪
ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ঢাকার ধামরাই উপজেলায় কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকবহনকারী বাসের সঙ্গে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫-২০ জন। আহতদের ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজন হলেন, কারখানার কাটিং অপারেটর জাহাঙ্গীর (২৬) ও সুইং সেকশনে হেলপার নিপা (৩০)। 

কালামপুর এলাকার দুটি হাসপাতাল ও সংশ্লিষ্ট কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিক বহনকারী বাসটি উপজেলার সূতিপাড়া ইউনিয়নের খাগুর্তা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত ১৫-২০ জনকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। 

আহত কারখানার শ্রমিক রিনা জানান, ‘বাসের সব সিট প্যাসেঞ্জার ভরা ছিলো। টুলেও কয়েকজন বসেছিলেন। ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হইছে। প্রতি মাসে বাস ভাড়া ১২০০ টাকা দেই।’ 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধামরাই থানা পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মকবুল রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমরা কোনো নিহত ব্যক্তিকে পাইনি। তবে অনেকে বলেছেন ৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১ জন পুরুষ বাকিরা নারী। আহত ও নিহতের প্রকৃত সংখ্যা ও নাম পরিচয় জানার চেষ্টা করছি। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছি।’

ঢাকা/সাব্বির/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়