ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:১৩, ২১ নভেম্বর ২০২৪
মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

তারেক রহমান। ফাইল ছবি

মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছাত্রলীগের এক নেতার দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক পাভেল সুইট দীর্ঘদিন শুনানি শেষে ২৪৭ ধারার বিধান মতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে গাজীপুর মহানগর আওয়ামী ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বাদী হয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করায় গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মাহবুবুর রহমান এবং বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট আরমানসহ বিপুলসংখ্যক আইনজীবী।

ঢাকা/রফিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়