ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রাতের আঁধারে স্কুলের দরজা-জানালা বিক্রি করে দিচ্ছিলেন প্রধান শিক্ষক

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:২৩, ২১ নভেম্বর ২০২৪
রাতের আঁধারে স্কুলের দরজা-জানালা বিক্রি করে দিচ্ছিলেন প্রধান শিক্ষক

স্কুলের মালামাল বহনকারী ভ্যান আটক করেন গ্রামবাসী

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কুপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা রাতের আঁধারে খুলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দিবাগত রাতে স্কুলের মালামালসহ প্রধান শিক্ষককে আটক করেন গ্রামবাসী। এ সময় কৌশলে পালিয়ে যান অভিযুক্ত।

এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক আব্দুল হান্নান রাতের আঁধারে স্কুলের অফিস ও শ্রেণিকক্ষের জানালার গ্রিল ও দরজা মিস্ত্রিদের দিয়ে খুলে ফেলেন। এরপর সেগুলো বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যানে তুলে নিতে যাওয়ার সময় গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে দরজা-জানালাগুলো স্থানীয় ইউপি সদস্য মুরাদ মিয়ার জিম্মায় রাখা হয়। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কুপতলা ইউনিয়ন পরিষদের সদস্য মুরাদ মিয়া বলেন, ‘‘স্কুলের দরজা-জানালা আমার জিম্মায় রেখেছি। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’’

গ্রামবাসীর পক্ষে অভিযোগকারী মাসুম প্রামাণিক বলেন, ‘‘অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও স্কুলের ফ্যান আত্মসাতের অভিযোগ উঠেছিল। আমরা তদন্ত সাপেক্ষে তার শাস্তির দাবি করছি।’’

অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক আব্দুল হান্নানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/মাসুম/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়