ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা, ২ নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৬, ২১ নভেম্বর ২০২৪
অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা, ২ নারী আটক

আটক দুই নারী

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ২ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাতে সাতক্ষীরার কালিয়ানী সীমন্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- খুলনার রূপসার মহাতাব উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (২৫) ও যশোরের অভয়নগর উপজেলার ছিদ্দিপাশা গ্রামের মুজিবর পাটোয়ারির মেয়ে জোসনা আক্তার (৩২)।

আরো পড়ুন:

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, ‘‘অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ২ নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়