ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৩৩, ২১ নভেম্বর ২০২৪
মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাত  লেগে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে কথার কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এসময় তাদের সংঘর্ষ থামাতে প্রতিবেশি নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। এসময়ে লাঠির আঘাত লেগে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা গিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ 

ঢাকা/আকাশ/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়