ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়ার ‘একগুচ্ছ’ কারণ জানালেন উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:২৩, ২১ নভেম্বর ২০২৪
প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়ার ‘একগুচ্ছ’ কারণ জানালেন উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘‘প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়ছে অনেকগুলো কারণে। এর মধ্যে, প্রধান কারণ হচ্ছে করোনার সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুল ঠিকই খোলা ছিল।’’

‘‘এছাড়া, চাকরিজীবী বাবা-মায়ের অফিস সময়ের সঙ্গে প্রাথমিক স্কুলের সময়ের অমিল। ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা না থাকা ও নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থী ঝরে পড়ছে।’’- যোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, ‘‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী সংগ্রহ করলেও সরকারি প্রতিষ্ঠানে এমন মেকানিজম ডেভেলপ (উন্নত) করেনি।’’

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/কাওসার/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়