ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রাজশাহীতে হেরোইনসহ ২ যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২১ নভেম্বর ২০২৪  
রাজশাহীতে হেরোইনসহ ২ যুবক গ্রেপ্তার

মাদকসহ গ্রেপ্তার দুই যুবক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২২০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়ঘাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর একটি দল এ অভিযান চালায়। 

গ্রেপ্তার তিনজন হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের শাহিন আলম (৩৩) ও নজরুল ইসলাম (২৩)। দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে হেরোইন ছাড়াও একটি মোটরসাইকেল ও নগদ ৫ হাজার ৩০ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 

আরো পড়ুন:

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়