ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নড়াইল জেলা আ.লীগ সভাপতিকে কারাগারে প্রেরণ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২১ নভেম্বর ২০২৪  
নড়াইল জেলা আ.লীগ সভাপতিকে কারাগারে প্রেরণ

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য তিনি হাজির হলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এজাহারভূক্ত মামলার ৩নং আসামি সুবাস চন্দ্র বোস। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজন আহত হন। ঘটনা উল্লেখ করে ৯০ জন কে এজাহারভূক্ত এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ। 

আরো পড়ুন:

গত ৫ নভেম্বর সুবাস বোস হাইকোর্টে এ মামলায় আগাম জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন না দিয়ে পরবর্তী ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেন। 
 

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়