ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

আদালত প্রাঙ্গণে শাহজাহান ওমরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২১ নভেম্বর ২০২৪  
আদালত প্রাঙ্গণে শাহজাহান ওমরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে ডিম ছুড়ে মেরেছেন তার পূর্বের দল বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরের গাড়িতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুপুরে তিনি থানায় মামলা করতে যান। তখন কাঁঠালিয়ার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে শাজাহান ওমরকে ঝালকাঠির আদালত প্রাঙ্গণে আনা হলে বিএনপির নেতাকর্মীরা তার শান্তির দাবিতে বিক্ষোভ করেন। তারা শাহজাহান ওমরকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।

আরো পড়ুন:

বুধবার (২০ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ নয়জনকে আসামি করে মামলা করেন।

রাজাপুর উপজেলার নিজের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে শাহজাহান ওমর নিজের গাড়িতে করে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরের পর তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিতে শহিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের তিনটি গ্লাস ভেঙে যায়।

এদিকে, শাহজাহান ওমরের বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন বলেন, শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছেন। মীর জাফর আখ্যা দিয়ে তিনি শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। 

দীর্ঘ দিন বিএনপির রাজনীতি করে হঠাৎ ভোল পাল্টে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বাগিয়ে এনে সংসদ সদস্য হন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কাঁঠালিয়া থানার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়