ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা

আ.লীগকে নিষিদ্ধের পক্ষে নয় জাতীয় পার্টি: মোস্তাফিজার রহমান

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৭, ২১ নভেম্বর ২০২৪
আ.লীগকে নিষিদ্ধের পক্ষে নয় জাতীয় পার্টি: মোস্তাফিজার রহমান

রংপুরে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়

জাতীয় পার্টির (এরশাদ) কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেছেন, আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোস্তাফিজার রহমান বলেন, ‘‘আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই। হয়তোবা পুনর্গঠন হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী, তা নয়। যারা দোষী, তাদের আইনের আওতায় এনে বিচার করেন। কিন্তু অনেক মানুষ আছেন, যারা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তারা কেন বঞ্চিত থাকবেন। কোনো দলকে নিষিদ্ধ করা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য অন্তরায়।’’

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে জাতীয় নির্বাচনের কোনো রূপরেখা ঘোষণা না করার সমালোচনা করে তিনি বলেন, ‘‘নানা ধরনের প্রশ্ন ও সন্দেহের উদ্বেগ হয়েছে এই সরকার কতদিন থাকবে। তাদের ছত্রচ্ছায়ায় নতুন দল হবে কি না। তাদের সরকার থেকে পৃষ্ঠপোষকতা করা হবে কি না। এই বিষয়ে খোলসা হওয়া দরকার।’’

মোস্তাফিজার রহমান বলেন, ‘‘আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। সব দলের সমান অধিকার থাকবে। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সচিবালয় সংস্কার হলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।’’

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর। সভা সঞ্চালনা করেন আবদুর রাজ্জাক। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়