ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

বঙ্গোপসাগরে ১৬ ভারতীয় জেলে গ্রেপ্তার 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২১ নভেম্বর ২০২৪  
বঙ্গোপসাগরে ১৬ ভারতীয় জেলে গ্রেপ্তার 

গ্রেপ্তার ১৬ ভারতীয় জেলে

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ আহরণের অভিযোগে ভারতের পতাকাবাহী একটি ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ট্রলারে থাকা ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলামে ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি বলেন, বুধবার (২০ নভেম্বর) বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে কোস্ট গার্ডের সদস্যরা। তাদের রাতে মোংলা কোস্ট গার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোংলা থানায় মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন:

গ্রেপ্তার জেলেদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আনিসুর রহমান।

গত ১৭ অক্টোবর বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরায় তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।
 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়