ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের জন্য দেড় বছর সময় দেওয়া হয়েছে: ফয়জুল করীম

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২১ নভেম্বর ২০২৪  
নির্বাচনের জন্য দেড় বছর সময় দেওয়া হয়েছে: ফয়জুল করীম

নির্বাচন অনুষ্ঠানে দেড় বছর সময় দেওয়ার কথা জানিয়েছেন মুহাম্মদ ফয়জুল করীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে দেড় বছরের সময় সীমা দেওয়ার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘‘নির্বাচনের চেয়ে সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের জন্য দেড় বছরের সময়সীমা দেওয়া হয়েছে।’’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

এ সময় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘‘ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। কেবল ইসলামী সরকার ক্ষমতায় গেলেই দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদমুক্ত হবে।’’

তিনি বলেন, ‘‘রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নাগরিকদের ব্যক্তি সংস্কার প্রয়োজন। আর রাসূল (সা.) এর আদর্শ ছাড়া ব্যক্তি সংস্কার সম্ভব নয়। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নেই। আর এমন নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।’’ 

সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘‘ইসলামী দল ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে— অনেকেই এমন অপপ্রচার করে বেড়ান। তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ মুক্ত হবে। দেশের মানুষ জান-মালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে। মানুষ কুরআনের পথে ফিরে আসলে বাংলাদেশ হবে বৈষম্যহীন ও বসবাসযোগ্য নিরাপদ রাষ্ট্র।’’ 

হাফেজ মাওলানা আব্দুর রহীম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা নূরুল হুদা ফয়েজী, আল্লামা আশেকে এলাহী সাহেব, আল্লামা উবায়দুর রহমান খাঁন নদভী, আল্লামা খালেদ সাইফুল্লাহ প্রমুখ। 

ঢাকা/জাহাঙ্গীর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়