ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২১ নভেম্বর ২০২৪  
রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজসহ শহরের রাস্তা মেরামতের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গাজীপুর ডিসি অফিসের সামনে রানী বিলাস মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মানববন্ধন হয়। এতে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জসীম উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আবু জাফর মুহাম্মদ সালেহ, মোখলেছুর চৌধুরী, নাসরিন আঞ্জুমান রুনী, গাজীপুর পিটিআইয়ের সহকারী সুপার সুলতান উদ্দিন মুকামি, শিক্ষার্থী শেখ আবু রায়হান, আব্দুল্লাহ, আদিব মাহমুদ।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহরের শিক্ষার্থী ও জনগণ যেন নিরাপদে রাস্থায় চলাচল করতে পারে সেজন্য রেলক্রসিং ফুটওভার ব্রিজ, স্কুলের সামনে সিএনজি, অটোরিকশা যানজট নিরসন, দ্রুত রাস্তা মেরামতের দাবি করেন।

জানা গেছে, গত ১৯ নভেম্বর ইয়াসিন আদনান নামে বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক শিক্ষার্থী শিববাড়ি মোড় থেকে প্রাইভেট পড়ে স্কুলে যাওয়ার সময় জিএমপির রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢাকা/রফিক/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়