ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সরকার বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে: বাণিজ্য উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:০৮, ২১ নভেম্বর ২০২৪
সরকার বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে: বাণিজ্য উপদেষ্টা 

বক্তব্য রাখছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবারহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সেখ বশির উদ্দীন বলেন, জুলাই-আগস্টে আন্দোলনে দুই হাজারের মতো ছাত্র-জনতা জীবন দিয়েছেন। ৫০ হাজারের বেশি আহত হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। রাষ্ট্র সংকারের জন্যই তারা জীবন তুচ্ছ করেছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা প্রাধান্য দিতে হবে।

আরো পড়ুন:

রমজান মাসের ১০০ দিন বাকি উল্লেখ করে উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বেশ কয়েকটি পণ্যের শুল্কও কমিয়েছে। এখন সহযোগিতার হাত বাড়াতে হবে ব্যবসায়ীদের।

ব্যবসায়ী নেতারা খাতুনগঞ্জে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ওজন পরিমাপক স্কেল স্থাপন ও সহজশর্তে ব্যাংক ঋণের দাবি জানান। বাণিজ্য উপদেষ্টা সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়