ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

শরীয়তপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৫৫, ২২ নভেম্বর ২০২৪
শরীয়তপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকার একটি ব্রিজ নিচ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের চর মজিদ ঢালী কান্দি ১ নম্বর নাওডোবা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহটির পড়নে ছিলো সাদা চেকের লুঙ্গি আর গায়ে ছিলো বেগুন ও নীল রঙের দাগকাটা টিশার্ট। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ব্রিজের উপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। নিহতের পরিচয় সনাক্তকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

ঢাকা/আকাশ/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়