ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

৩২ দলের অংশগ্রহণে রাঙামাটিতে আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২২ নভেম্বর ২০২৪  
৩২ দলের অংশগ্রহণে রাঙামাটিতে আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙামাটিতে ৩২টি দলের অংশগ্রহণের শুরু হয়েছে আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট। অগ্রযাত্রা ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে রাঙামাটির শহিদ শুক্কুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
 

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল ইসলাম রাজীবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, চেম্বার অব কর্মাসের পরিচালক নিজাম উদ্দিন। 

গত কয়েক বছর রাঙামাটিতে কোনও ক্রিকেট আয়োজন না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, অগ্রযাত্রা ক্লাবের উদ্যোগে এমন আয়োজন জেলার ক্রিকেটাররা আবারও চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে। তাদের ক্রিকেটিয় নৈপূণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে।

উদ্বোধনী খেলায় লিজেন্ডস ক্রিকেট ক্লাব ও কলেজ গেইট কিংস প্রতিদ্বন্দ্বিতা করছে।

ঢাকা/শংকর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়