ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ভবদহের পানিবন্দি মানুষ পেলসেলাই মেশিন ও চাল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৭, ২২ নভেম্বর ২০২৪
ভবদহের পানিবন্দি মানুষ পেলসেলাই মেশিন ও চাল

ভবদহের জলাবদ্ধ এলাকার এক নারীর হাতে শুক্রবার দুপুরে সেলাই মেশিন তুলে দেওয়া হয়

যশোরের অভয়নগর উপজেলার ভবদহ এলাকার পানিবন্দি পরিবারগুলোর মধ্যে চাল, সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও নিউট্রেশন চকলেট বিতরণ করা হয়েছে। 

‘আমরা অভয়নগরবাসী’ এই ব্যানারে শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার চলিশিয়া, সুন্দলী ও পায়রা ইউনিয়নের দেড় শতাধিক পারিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করে অভয়নগর ব্লাড ব্যাংক। গুয়াখোলা গ্রামের সাউদার্ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই পণ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আরো পড়ুন:

আপদকালীন সময়ে সহায়তা পেয়ে খুশি উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আজগর আলী খন্দকার। তিনি বলেন, “বর্ষা মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের এলাকা জলাবদ্ধ। ঘরে বাইরে সর্বত্রই পানি। অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক বস্তা চাল, ছেলে-মেয়ের জন্য বই-খাতা-কলম পেয়েছি। অনেক খুশি হয়ে ওদের জন্য দুই হাত তুলে দোয়া করেছি।”

সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের হরেন্দ্র নাথের স্ত্রী মিনতী নাথ বলেন, “অনেকের কাছে গিয়েছি, কেউ সহযোগিতা করেননি। আজ এক বস্তা চাল ও একটি সেলাই মেশিন পেয়েছি। যারা সহায়তা বিতরণ করলেন যেসব যুবক ও তরুণদের জন্য আর্শীবাদ রইল।”

অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, “কয়েক মাস আগে ফেনী জেলার বন্যার্তদের সহযোগিতায় ‘আমরা অভয়নগরবাসী’র ব্যানারে একটি তহবিল গঠন করি। অভয়নগর উপজেলা প্রশাসনের মাধ্যমে ফেনীর বন্যাকবলিত এলাকায় ত্রাণ পাঠানো হয়। এরপর আমাদের তহবিলে কিছু টাকা থেকে যায়। সেই টাকা দিয়ে অভয়নগরের ভবদহ এলাকার জলাবদ্ধ চলিশিয়া, সুন্দলী ও পায়রা ইউনিয়নের পানিবন্দি অসহায় দেড় শতাধিক পরিবারের মধ্যে চাল, সেলাই মেশিন, শিক্ষাউপকরণ ও নিউট্রেশন চকলেট বিতরণ করা হয়েছে।” 

তিনি আরো বলেন, “৪৫টি পরিবারের মধ্যে ২৫ কেজি করে ৪৫ বস্তা চাল, ১০ পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ১০০ জন শিশুর জন্য একটি করে নিউট্রেশন চকলেট দেওয়া হয়েছে। অভয়নগর ব্লাড ব্যাংক স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপক্ষতা বিশ্বাস করে অসহায় মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে।” প্রেস বিজ্ঞপ্তি।

ঢাকা/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়