ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-হারুনসহ ৬১ জনের নামে মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:২২, ২২ নভেম্বর ২০২৪
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-হারুনসহ ৬১ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, আদালতের নির্দেশে এ মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৮ এর নির্দেশে মামলাটি রুজু হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. মুরসালিন আলমের (২২) বাবা মো. শাহ আলম আদালতে মামলা করার জন্য আবেদন করেন।

আরো পড়ুন:

আহত মুরসালিন আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী বরার এলাকার বাসিন্দা।

এদিকে, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।

মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনা ছাড়াও আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুর রহমান হানিফ, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, সেলিম ওসমান, শাহ নিজাম, আজমেরী ওসমান, অয়ন ওসমান, সাবেক গোয়েন্দা প্রধান হারুনসহ মোট ৬১ জনকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া, মামলায় অজ্ঞাত আরও দেড়শ থেকে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সড়কে অবস্থান করছিলেন মুরসালিন আলম। এ সময় মামলায় উল্লেখিত ব্যক্তিরা মুরসালিনের কোমর ও দুই পায়ে গুলি করে, যার ফলে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় আরও ১০-১৫ জন গুলিবিদ্ধ হন বলে বর্ণনায় উল্লেখ করা হয়। পরে মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মুরসালিন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন, যা মামলায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা/অনিক/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়