চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত তোফাজ্জল হোসেন (৭৪) মারা গেছেন। এর আগে এ ঘটনায় আব্দুস সাত্তার (৬০) নামে আরও একজন মারা যান।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তোফাজ্জল হোসেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
জানা গেছে, ২০ নভেম্বর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার জগদিশপুর মৌজার খাস জমি দখলকে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও সাইদুর রহমান গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত তোফাজ্জল হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত তোফাজ্জল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হন। তবে এখনো কেউ কোনো মামলা করেনি।
ঢাকা/মেহেদী/ইমন