ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৩ নভেম্বর ২০২৪  
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর (৫০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আপেল লস্কর একই এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সাজেদুল লস্করকে (৩২) আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘‘শনিবার ভোরে মাছ কেনার উদ্দেশে ভেড়ামারা যাচ্ছিলেন আপেল লস্কর। বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে ওত পেতে থাকা সাজেদুল লাঠি দিয়ে আপেল লস্করের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা সাজেদুলকে আটক করে থানায় খবর দেয়।’’

আরো পড়ুন:

ওসি শেখ আউয়াল কবির বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা গেছে, সাজেদুল মাদকাসক্ত। নেশার টাকা জোগাড়ে আপেল লস্করকে হত্যা করেছেন তিনি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়