ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৩ নভেম্বর ২০২৪  
উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ

উৎসবমুখর আমেজে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ৫৬ ইস্টবেঙ্গল এর উদ্যোগে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ-২০২৪। 

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কাপ্তাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে এই স্কলারশিপ অনুষ্ঠিত হয়। এতে ৫৪৮ জন শিক্ষার্থী অংশ নেন। 

কাপ্তাই শিশু নিকেতনের অধ্যক্ষ রেহানা আক্তার বলেন, “এই স্কলারশিপ পরীক্ষায় তৃতীয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগে ২৫০ জন এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ‘খ’ বিভাগে ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সাধারণ ও ট্যালেন্টপুল দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।”

কাপ্তাই উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই জোন কমান্ডার্স স্কলারশিপ পরীক্ষায় অংশ নেয়। এইসময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। 

একজন অভিভাবক বলেন, “এই আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য, আমরা আশা করছি এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই জোনের কমান্ডার লে. কর্ণেল নুর উল্লাহ জুয়েল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বলেন, “কাপ্তাইয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য এবং প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই স্কলারশিপ পরীক্ষার আয়োজন।”

এ সময় জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/বিজয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়