ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সাংবাদিকের হাত ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪৪, ২৩ নভেম্বর ২০২৪
সাংবাদিকের হাত ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ

অভিযুক্ত বিপ্লব হোসেন (বামে) ও ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান (ডানে)

গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকের হাত ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গত বুধবার (২০ বুধবার) কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

ওই সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বার্তা ২৪ ডট কমের গাজীপুর প্রতিনিধি। অভিযুক্ত যুবকের নাম বিপ্লব হোসেন। তিনি উপজেলার বড়ইবাড়ি এলাকার বাসিন্দা কলিম উদ্দিনের ছেলে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় তদন্ত চলছে।’’

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী এলাকায় একটি ইটভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি, চাঁদা দাবি, রাস্তা আটকে দেওয়াসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন বিপ্লব হোসেন। এর প্রতিবাদ করায় ওই সাংবাদিককে হুমকি দেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বিপ্লবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

ঢাকা/রফিক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়