ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের টানে সাভারে দক্ষিণ কোরিয়ার যুবক

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৪, ২৩ নভেম্বর ২০২৪
প্রেমের টানে সাভারে দক্ষিণ কোরিয়ার যুবক

বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে আরফান-সুমাইয়া

হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে ইন্টারনেটের বদৌলতে প্রেম-পরিণয় ঘটছে অহরহ। প্রায়ই শোনা যাচ্ছে, ভিন দেশি তরুণ-তরুণী প্রেমের টানে ছুটে আসছেন বাংলাদেশে। এবার এমনই এক ঘটনা ঘটেছে সাভারে।

১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পড়ুয়া এক তরুণীর প্রেমে মজে বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ার এক যুবক। চলতি মাসের শুরুর দিকে বিয়ের পর শুক্রবার (২২ নভেম্বর) হয়েছে তাদের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।

আরো পড়ুন:

জানা যায়, প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার যুবক জে মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১ নভেম্বর প্রেমের টানে সাভারে আসেন জে মিঙ্গি। ওই দিনই ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আরফান ইসলাম। পরদিন ইসলাম ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

গতকাল শুক্রবার সাভারের একটি কমিউনিটি সেন্টারে এই যুগলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস জানান আগতরা।

নুসরাত নামে কনের এক বান্ধবী বলেন, ‘‘অনেক ভালো লাগছে। ভাইয়া অনেক মিশুক।’’

কনের ফুপাত বোন বলেন, ‘‘ভাইয়া দক্ষিণ কোরিয়া থেকে এসে আপুকে বিয়ে করেছেন। তাদের জন্য অনেক দোয়া।’’

ভিনদেশি যুবকের সঙ্গে বিয়েতে আনন্দিত কনের মা-বাবাসহ পরিবারের সদস্যরা।

রেজভি আক্তার সুমাইয়া বলেন, ‘‘একটা অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর সম্পর্ক। গত ২ নভেম্বর আরফান (জে মিঙ্গি) দেশে এসে আমাকে বিয়ে করেছে। এ বিয়েতে আমি অনেক খুশি।’’

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়