ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ২ পক্ষের মারামারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৪২, ২৩ নভেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ২ পক্ষের মারামারি

কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, “কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।”

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, আজ বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভঃ মডের গার্লস হাই স্কুলের ভেতর সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়া শহর ও উপজেলার শিক্ষার্থীরা অংশ নেন। এক পর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি পক্ষ উত্তেজিত হয় ওঠে। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তারা মারামারি করেন। এ ঘটনায় উভয় পক্ষের ২০-২৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বুরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।  

ওসি মোজাফফর হোসেন বলেন, “কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতরভাবে দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় কেউই থানায় অভিযোগ দেয়নি।”

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়