ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

সরাইলে বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৩২, ২৪ নভেম্বর ২০২৪
সরাইলে বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মোড়ে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল ও উপজেলা যুবদলের সদস্যসচিব নূর আলমের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলা ‘তরুণ দল’–এর কমিটি গঠনের কথা ছিল। এ উপলক্ষে উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে কর্মিসভা হয়। সভায় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম দুলালের ভাই আজির উদ্দিন আহমেদ পান্নার সঙ্গে তরুণ দলের আরাফাত রহমান হৃদয়ের বাকবিতণ্ডা হয়। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম আরাফাতের পক্ষ নিয়ে কথা বলেন। এ নিয়ে দুলাল ও নূর আলমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।

আরো পড়ুন:

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়