ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নড়াইলে হাতকড়া পরা অবস্থায় সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৪ নভেম্বর ২০২৪  
নড়াইলে হাতকড়া পরা অবস্থায় সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় বিল্লাল শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। 

শনিবার (২৩ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। 

আসামি বিল্লাল শেখ গোবরা গ্রামের নওফেল শেখের ছেলে। তিনি সাজাপ্রাপ্তসহ চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর থানা পুলিশ গোবরা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল শেখকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে দেয়। পরে আসামিকে পুলিশ পিকাপভ্যানে করে থানায় নেয়ার পথে নিউটন গাজী, আসামির ছেলে জুয়েল, রাজীব মোল্যার নেতৃত্বে দেড় শতাধিক লোকজন মোটরসাইকেল দিয়ে গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি বিল্লাল শেখকে আটকের অভিযান চলছে।

ঢাকা/শরিফুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়