ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

তাজরীন অগ্নিকাণ্ডের এক যুগ

বন্ধ কারখানার সামনে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৪ নভেম্বর ২০২৪  
বন্ধ কারখানার সামনে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের এক যুগ পূর্তিতে বন্ধ কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন।

রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে কারখানার সামনে নিহত শ্রমিকদের স্বজনেরা ফুল হাতে এসে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে ব্যানার হাতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানায়। 

শ্রমিক নেতারা বলেন, তাজরীন অগ্নিকাণ্ডের এক যুগ হয়ে গেলেও এ ঘটনায় কোনো বিচার হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছে। আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবনযাপন করছেন। আমাদের দাবি, তাজরীনের এই ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতালে তৈরি করা হোক।

আরো পড়ুন:

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরও অনেকে।

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়