ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৭, ২৪ নভেম্বর ২০২৪
বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত 

রুমা উপজেলার পাইন্দুর কুত্তা ঝিরি নামক স্থানে ‘বন্দুকযুদ্ধ’ হয়

বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)  এর তিন সদস্য নিহত হয়েছেন। 

রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফ-এর গোপন আস্তানার সন্ধান পায়। সেনাবাহিনী সেখানে অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছেন। সেখান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কী পরিমাণে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘‘রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কুত্তা ঝিরি নামক স্থানে কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে বলে শুনেছি।’’

ঢাকা/চাই মং/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়