ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৪ নভেম্বর ২০২৪  
লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু

রিয়াজুল ইসলাম গাজী। ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে রিয়াজুল ইসলাম গাজী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম গাজী ইতনা পূর্বপাড়া গ্রামের তপন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ভর্তি ট্রলির ওপর বসে চর-দৌলতপুর থেকে ইতনা বাজারের দিকে আসছিল রিয়াজুল। ইতনা কাজী অফিসের সামনে পৌঁছালে ট্রলি চালক ব্রেক করেন। এতে রিয়াজুল ওপর থেকে নিচে পড়ে সড়কের পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু, নেওয়ার পথে রাত ১১টার দিকে সে মারা যায়।

আরো পড়ুন:

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়