ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

কমলগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫০, ২৪ নভেম্বর ২০২৪
কমলগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১

ডাকাতির অভিযোগে আটককৃতদের মধ্যে একজন

মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। আলাল মিয়া সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের সোনাফর আলীর ছেলে।

উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছালেহ আহমদ বলেন, ‘‘শনিবার দিবাগত রাতে ১০-১২ জনের ডাকাতদল আমার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ‘পাগলা ঘণ্টা’ বাজালে স্থানীয় চা শ্রমিকরা ডাকাতদের ঘেরাও করে। পরে ডাকাতরা পাল্টা হামলার চেষ্টা করলে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের পাকড়াও করে গণধোলাই দেয়। এতে আলাল মিয়া নামের এক ডাকাত নিহত হন। এছাড়া, দুই ডাকাতকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’’

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, ‘‘দুই ডাকাতকে আহতাবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’’

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের আরজদ আলীর ছেলে সেজুল মিয়া (৩৭), শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক (৪১) ও শ্রাবণ মিয়ার ছেলে জসীম মিয়া (৩৮)।

ঢাকা/আজিজ/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়