ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

দিনাজপুরে অস্ত্রসহ যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২৪ নভেম্বর ২০২৪  
দিনাজপুরে অস্ত্রসহ যুবক আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।

আটক জুয়েল রানা ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

তিনি জানান, ঘোড়াঘাট পৌরসভার নিজ বাড়ি থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করেন। পরে আটক জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী পলাশবাড়ী থানা এলাকার উইতসাগর গ্রামে তার ভগ্নীপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। জুয়েলকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা সদস্যরা।

ঢাকা/মোসলেম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়