ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সমুদ্রে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:১৫, ২৪ নভেম্বর ২০২৪
সমুদ্রে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো দুই শিশু। তাদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া শিশুর নাম নুর কামাল (১২)। সে একই ইউনিয়নের কোনকারপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজরা হলো- ইমরান হোসেন (১২) এবং নজরুল হক (১২)। তারা একই এলাকার আসরাফিয়া দারুন নাজাত মাদরাসার শিক্ষার্থী।

আরো পড়ুন:

নিখোঁজ ইমরান হোসেনের বাবা মো. কামাল বলেন, ‍‍“মাদরাসার শিক্ষকদের সঙ্গে ঘুরতে এসে সাগরে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। এ সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে। আমার ছেলে ও আরেকজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধার করতে কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।”

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার বলেন, “আজ দুপুরে তিন শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে কোস্টগার্ডের ডুবুরি দল কাজ করছে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়