ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

দেশে ‘মাফিয়া লীগের’ পুনরাবৃত্তি যেন না হয়: রিজভী

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৯, ২৪ নভেম্বর ২০২৪
দেশে ‘মাফিয়া লীগের’ পুনরাবৃত্তি যেন না হয়: রিজভী

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

দেশে ‘মাফিয়া লীগের’ পুনরাবৃত্তি যেন আর না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, “গত ১৫ বছর লুট-হরিলুটের মাফিয়া লীগ তৈরি করেছিলেন হাসিনা। বিএনপির যেসব নেতাকর্মী সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নেতাকর্মীদের বলবো- তারা যেন শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি না ঘটান।”

রোববার (২৪ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

এর আগে রিজভী নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে মারধরে আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডলের বাড়িতে যান। সেখানে তিনি উজ্জ্বলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অভিযোগ উঠেছে, গত বুধবার দুপুরে কালিকাপুর গ্রামে উজ্জ্বল কুমার মন্ডলকে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। পরে উজ্জ্বলকে পুলিশে সোপর্দ করেন তারা। এ ঘটনায় পুলিশ মামলা দিয়ে উজ্জ্বলকে আদালতে পাঠায়। সেদিনই আদালত উজ্জ্বলকে জামিন দেন। উজ্জ্বলকে মারধরের ঘটনায় সেসময় ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

উজ্জ্জ্বলকে মারধরের প্রসঙ্গ রিজভী বলেন, “আমি বড়াইগ্রাম থানার ওসিকে বলেছি, এ ঘটনার সঙ্গে যে জড়িত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। আজকের মধ্যে তার বিরুদ্ধে মামলা দিতেও বলেছি। একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটা সন্ত্রাসী কার্যকলাপ। বিএনপি এটা করে না। সারা দেশে বিএনপির নামে, বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করছে। এসব কাজের জন্য ছাত্রদল ও যুবদলসহ বিএনপির সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কাউকে কাউকে পদ থেকে শোকজ ও অব্যাহিত দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানেই পরস্পর সহানুভূতি ও শুভেচ্ছা বোধ। একে অপরের মধ্যে বিরোধ থাকতে পারে, তবে মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার থাকতে হবে। সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয়।”

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, “বেগম খালেদা জিয়াকে দেশ থেকে কখনো বিতাড়িত করা যায়নি। তিনি বারবার বলেছেন, আমার ঠিকানা বাংলাদেশের মাটি। শেখ হাসিনা চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তারা নানাভাবে তাকে (খালেদা জিয়া) শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছেন।”

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়