ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

এক মণ ওজনের কচ্ছপ নদীতে অবমুক্ত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২৪ নভেম্বর ২০২৪  
এক মণ ওজনের কচ্ছপ নদীতে অবমুক্ত

রোববার সকালে সাইফুল ইসলাম নামে এক জেলের জালে ধরা পড়ে কচ্ছপটি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে উদ্ধার হওয়া ৪২ কেজি (এক মণ ২ কেজি) ওজনের একটি কচ্ছপ আগুনমুখা নদীতে অবমুক্ত করা হয়েছে। 

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পানপট্রি লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীতে কচ্ছপটি অবমুক্ত করেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর গলাচিপা শাখার সদস্যরা।। 

এর আগে আজ সকালে পক্ষীয়াপাড়া গ্রামের সাইফুল ইসলাম নামে এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ে।

জেলে সাইফুল ইসলাম বলেন, “আমি সাগরে দীর্ঘদিন মাছ শিকার করি। এতো বড় কচ্ছপ জীবনে দেখিনি। কচ্ছপটি আমার জালে আটকা পড়ায় জালের অনেক ক্ষতি হয়েছে। মেরে না ফেলে সবাইকে দেখানোর জন্য আমি কচ্ছপটিকে পক্ষীয়াপাড়া বাজারে নিয়ে আসি। পরে বন্যপ্রাণী নিয়ে কাজ করা সদস্যরা এবং বনকর্মীরা কচ্ছপটিকে চিকিৎসা দিয়ে নদীতে ছেড়ে দেন।”

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর গলাচিপা শাখার টিম লিডার সোহেল হোসেন রাসেল বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করি। এটি কিছুটা আহত অবস্থায় ছিলো। পরে দিনভর প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সহায়তায় প্রাণীটিকে অবমুক্ত করা হয়।”

গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সঙ্গে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপটিকে অবমুক্ত করেন তারা।”

ঢাকা/ইমরান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়