ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

ঝিনাইদহের সাবেক দুই এমপি জামিনে মুক্ত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৪৭, ২৪ নভেম্বর ২০২৪
ঝিনাইদহের সাবেক দুই এমপি জামিনে মুক্ত

তাহজীব আলম সিদ্দিকী সমি ও নায়েব আলী জোয়ারদার

ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদাতল। রোববার (২৪ নভেম্বর) বিকেলে ৫ হাজার টাকা মুচলেকায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত জামিন দেন তাদের। সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।

জামিন পাওয়ারা হলেন- ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। তারা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। 

আরো পড়ুন:

জামিন পাওয়ার পর কারাগার থেকে বেরিয়ে আসেন নায়েব আলী জোয়ারদার

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ‍“ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার দুইটি মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি একটি হত্যাসহ তিন মামলায় কারাগারে ছিলেন। আজ তারা জামিন পেয়েছেন।”

অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন বলেন,, “রোববার অসুস্থ্যতার কারণ দেখিয়ে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ধার্য তারিখ ১ ডিসেম্বর পর্যন্ত সাবেক দুই সংসদ সদস্যের জামিন মুঞ্জুর করেন। সন্ধ্যায় তারা কারাগার থেকে বের হন।”

প্রসঙ্গত,ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি সভাপতি এমএ মজিদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় নায়েব আলী জোয়ারদারকে গত ১২ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে জামায়াত কর্মী আ. ছালাম হত্যাসহ তিন মামলায় গত ৭ নভেম্বর ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়