ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২৪ নভেম্বর ২০২৪  
যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট দেখে ফেরার সময় প্রতীপক্ষের ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৯) নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানায় নিহতের মা মোছা. সুকী বেগম শ্যামলা বাদী হয়ে তিনজনের নামে মামলাটি করেন বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

অভিযুক্তরা হলেন- বগুড়া শহরের জহুরুল নগর এলাকার মো. রকি (২১), মো. মতি (২০) ও মো. শাকিল (২১)।

আরো পড়ুন:

আরো পড়ুন: বগুড়ায় কনসার্ট দেখে ফেরার পথে ছুরিকাঘাতে যুবক খুন 

জানা গেছে, গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে যান মেহেদী। সেখানে থেকে ফেরার সময় কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মেহেদী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঁশহাটা (উত্তরপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।  তার পরিবার বগুড়া শহরের মালগ্রাম এলাকায় বসবাস করতেন। 

এজাহার সূত্রে জানা যায়, মেহেদী হাসান একজন ইলেকট্রিক মিস্ত্রি। তার সঙ্গে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। তারা বিভিন্ন সময়ে মেহেদীকে মারার চেষ্টা করেছে। গত ২৩ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মেহেদী সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত কনসার্ট দেখতে যান। কনসার্ট দেখে ফেরার সময় কলেজের দক্ষিণ পাশে ১০ বিল্ডিংয়ের সামনে আগে থেকে অবস্থান করা আসামিরা মেহেদীর ওপর হামলা চালায়।  

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‍“নিহতের মা সদর থানায় তিনজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান আছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়