ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বড়শিতে ধরা পড়া কোরাল ২৫ হাজার টাকায় বিক্রি    

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৫, ২৪ নভেম্বর ২০২৪
বড়শিতে ধরা পড়া কোরাল ২৫ হাজার টাকায় বিক্রি    

কোরাল মাছ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। তিনি মাছটি টেকনাফের একজন ব্যবসায়ীর কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করেছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ করিডোর জেটিতে মাছটি ধরা পড়ে।

এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো আজ সকালে মোজাম্মেল মাছ শিকারের জন্য বড়শি নিয়ে জেটিতে যান। অনেকক্ষণ অপেক্ষার পরে ২৫ কেজি ওজনের কোরাল মাছটি তার বড়শিতে ধরা পড়ে। মাছটি পেয়ে আনন্দে মেতে ওঠেন জেলে মোজাম্মেল। পরে তিনি মাছটি এক হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় টেকনাফের  স্থানীয় বাজারের ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

আরো পড়ুন:

জেলে মোজাম্মেল বলেন, “প্রতি বছর শীত মৌসুমে নাফ নদীর জেটিতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ে। আজ সকাল ৯টার দিকে আমি জেটিতে এসে নাফ নদীতে বড়শি ফেলি। দুই ঘণ্টা পর বড় আকারের একটি কোরাল মাছ বড়শিতে আটকা পড়ে। মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি করতে পেরে ভালো লাগছে।” 

মাছটির ক্রেতা কে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “নাফ নদীতে প্রায়ই বড় আকারের কোরাল মাছ ধরা পড়ে। এসব মাছের দাম তুলনামূলক বেশি হলেও এটি খেতে অত্যন্ত সুস্বাদু। দেশে কোরাল মাছের চাহিদা অনেক বেশি।”

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়