ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পাবনায় আত্মসমর্পণ করা চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪৪, ২৫ নভেম্বর ২০২৪
পাবনায় আত্মসমর্পণ করা চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

পাবনার সাঁথিয়ায় বাকুল মিয়া (৪৫) নামে আত্মসমর্পণ করা চরমপন্থী দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও গলাকেটে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। বাকুল মিয়া রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। নিহত বাকুল আগে চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করেন।’’

আরো পড়ুন:

নিহত বাকুলের ছেলে রাসেল মিয়া বলেন, ‘‘চরমপন্থি জীবন থেকে ফিরে আত্মসমর্পণ করেছিলেন বাবা। এরপর গ্রামে ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার চালাতেন তিনি। রোববার রাতে স্থানীয় জালাল মাস্টারের বাড়িতে ধান পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলাকেটে তাকে হত্যা করে।’’

২০১৯ সালের ৯ এপ্রিল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপির কাছে পাবনাসহ ১৪ জেলার ৫৯৫ জন চরমপন্থি নেতা ও সদস্য আত্মসমর্পণ করেন।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়