ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বালিয়াডাঙ্গীতে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২৯, ২৫ নভেম্বর ২০২৪
বালিয়াডাঙ্গীতে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ করছেন কৃষকরা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি নির্ধারিত মূল্যে ডিলারদের নিকট সার না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক শ কৃষক। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেন তারা।

কৃষকরা অভিযোগ করেন, উপজেলা কৃষি অফিসার বলে গেছেন, ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমাণ সার আছে। কিন্তু, ডিলারদের কাছে গেলে বলে সার নেই। আবার প্রতি বস্তায় ৩০০-৫০০ টাকা বেশি দিলে সার পাওয়া যাচ্ছে। অসহায় কৃষকদের পকেট কেটে সিন্ডিকেট তৈরি করেছে ডিলাররা।

আরো পড়ুন:

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বলেন, ‘‘নভেম্বর মাসে ডিলারদের পর্যাপ্ত পরিমাণে সার বরাদ্দ দেওয়া হয়েছে। বলা চলে, বছরের সবচেয়ে বেশি বরাদ্দ এই মাসে। তারপরও কৃষকরা কেন সার পাচ্ছে না বিষয়টি খতিয়ে দেখব।’’

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়