ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পাংশায় রেলস্টেশনের পাশে যুবকের ঝুলন্ত মরদেহ  

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৫ নভেম্বর ২০২৪  
পাংশায় রেলস্টেশনের পাশে যুবকের ঝুলন্ত মরদেহ  

রাজবাড়ীর পাংশায় রেলস্টেশনের পাশের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) ভোর রাতে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী, পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত রাকিবুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পুরাতন চড়াইকোল এলাকার মো. রাজু প্রামানিকের ছেলে।

ঝুলন্ত মরদেহ প্রত্যক্ষকারী খোকন শেখ বলেন, “আমি ভোরে নামাজ পড়ে আসার পথে গাছের সঙ্গে কিছু একটা ঝুলন্ত দেখতে পাই। পরে পাশের বাড়ির একজনকে ঘুম থেকে ডেকে তুলে লাইট নিয়ে গিয়ে দেখি গলায় রশি দেওয়া অবস্থায় একটি ছেলে ঝুলছে। পরে মৃত অবস্থায় রেলের খালাসি এসে লাশ নামায়।”

রাকিবুল ইসলামের প্রতিবেশী চাচা বাদশা বলেন, “রাকিবুল বেশ কিছু দিন ধরে ঢাকায় থাকে। সে বাড়ির আশেপাশের অনেকের কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দেওয়ার কথা বলে। কিন্তু কাউকে চাকরি দিতে পারেনি। ঋণগ্রস্ত ছিল। হতে পারে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে।”

পাংশা পৌরসভার বাসিন্দা রাকিবুল ইসলামের মামা বলেন, “রাকিব চার-পাঁচ দিন আগে আমাদের বাড়িতে আসে। তাকে আমরা বলি তুই যতই দেনা থাকিস, আমরা তা পরিশোধ করবো তুই কোন চিন্তা করিস না।  রাকিব তখন আমাকে বলে আমি বসে থেকে কি করবো। খালাদের বাড়ি গিয়ে ধান কাটার কাজ করি এই কথা বলে আমাদের বাড়ি থেকে পাশের উপজেলা কালুখালীতে ওর খালার বাড়িতে যায়। হঠাৎ গতকাল বিকেলে ওর খালার বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে ওর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। সকালে আমরা শুনতে পাই রাকিব রেল স্টেশনের পাশে একটি গাছের সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে।”

এ বিষয়ে পাংশা মডেল থানার এসআই সাজিদ বলেন, “ভোরে আমরা সংবাদ পাই পাংশা শহরের রেল স্টেশনের পাশে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরা দেহ দেখা গেছে। ঘটনাস্থলে এসে আমরা মরদেহটি  উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।”

ঢাকা/রবিউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়