ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৯, ২৫ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজিপুরে হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবু শাহীন উপজেলার পাটগ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মামলা সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালের ৫ জুলাই আব্দুল বাসেদকে কাঁচি দিয়ে আঘাত করেন শাহীন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়