ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫৪, ২৫ নভেম্বর ২০২৪
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১

ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়। গতকাল রোববার রাতে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার করইতলা বাজারে তিন শতাধিক নারী-পুরুষকে একত্রিত করা হয়। পরে স্থানীয়রা তাদের ঘেরাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে তিনটি বাস ও চারটি মাইক্রোবাস জব্দ করে। একই সঙ্গে তারা ১১জনকে আটক করেন। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম এ তথ্য জানান। 

আরো পড়ুন:

জড়ো করা নারী-পুরুষরা জানান, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা এক হাজার টাকা করে নিয়েছেন। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। 

 তোরাবগঞ্জ গ্রামের গৃহবধূ নাছিমা জানান, গাড়ি ভাড়া হিসেবে তিনি এক হাজার টাকা দিয়েছেন। আরো অনেকের কাছ থেকেই এভাবে টাকা নিয়েছেন সংগঠকরা।

উত্তর চরলরেঞ্চ গ্রামের গৃহবধূ জেসমিন বেগম জানান, ১০ টাকার বিনিময়ে তারা ১ লাখ টাকা ঋণ পাবেন। এজন্য তাদের ঢাকার সমাবেশে যোগ দিতে বলা হয়। সমাবেশের পরদিন থেকে তাদেরকে ঋণ দেওয়ার কথা ছিল।

করইতলা বাজার এলাকার বাসিন্দা মোরশেদ আলম বলেন, “৫ আগস্টের কয়েক দিন পর থেকে একটি চক্র গ্রামের মানুষদের সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে সংগঠিত করছিল। সেই চক্রের আহ্বানে তিন শতাধিক নারী-পুরুষ ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। স্থানীয়রা তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়।”   

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। তিনটি বাস ও চারটি মাইক্রোবাস জব্দ আছে। তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায়। তারা মাঝে মধ্যে এসে ফরম পূরণ করে চলে যান। তারা এখানকার হতদরিদ্র মানুষদের এক হাজার টাকায় ফরম পূরণ করলে এক লাখ টাকার চেয়ে বেশি সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছেন।” 

তিনি আরো বলেন, “তাদের ঢাকায় নিয়ে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে কথা হয়েছে, কোনো সমাবেশ হয়নি। সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।”

প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়ণের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়