ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, জড়িতদের গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২৫ নভেম্বর ২০২৪  
খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, জড়িতদের গ্রেপ্তার দাবি

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও হত্যার হুমকির প্রতিবাদে শিববাড়ি মোড়ে মানববন্ধন হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতি খুলনা শাখা।

গত বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা এলাকায় ক্লাসিক বোর্ড সেন্টারে অস্ত্র ঠেকিয়ে হামলা ও ডাকাতি করে ডাকাত দলের অন্তত ৬ জন।

বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির খুলনার সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, খুলনায় বোর্ড ব্যবসায়ী শহিদ খানের ব্যবসা প্রতিষ্ঠানে গত বুধবার প্রকাশ্য হামলা, ভাঙচুর ও ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ফার্নিচার ব্যবসায়ীদের নিরাপত্তা দাবি করছি। 

মানববন্ধনে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি  মোসাদ্দেক হানিফ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, সহ-সভাপতি মো. সাফায়েত হোসেন, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন, মো. মিজানুর রহমান, মো. কারিমুল ইসলাম, শেখ জেহাদুল ইসলাম, মির মোহাম্মদ নাসির উদ্দিন, মো. আসাদ তালুকদার, মো. শহীদ খান, আলমগীর হোসেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল ফানির্চার প্রস্তুত প্রতিষ্ঠান আকিজ বোর্ড, হাতিল ফার্নিচার, হাতিম ফার্নিচার, আকতার ফার্নিচার, আম্বাার বোর্ড মিলস, সুপার বোর্ড মিলস, পারটেক্স বোর্ড মিলস, এম. আর. এস বোর্ড মিলস, উড ল্যান্ড বোর্ডের প্রতিনিধিরা মানববন্ধনে বক্তৃতা করেন। 

ঢাকা/নূরুজ্জামান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়